নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
১৪৭। কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি
(১) এই অনুচ্ছেদের [(৩ ও ৪) দফায় উল্লিখিত]১ এইরূপ কোন পদে অধিষ্ঠিত বা কর্মরত ব্যক্তির পারিশ্রমিক, বিশেষ-অধিকার
ও কর্মের অন্যান্য শর্ত সংসদের আইনের দ্বারা বা অধীন নির্ধারিত হইবে, তবে অনুরূপভাবে
নির্ধারিত না হওয়া পর্যন্ত
(ক) এই সংবিধান প্রবর্তনের অব্যবহিত পূর্বে ক্ষেত্রমত সংশ্লিষ্ট পদে অধিষ্ঠিত বা
কর্মরত ব্যক্তির ক্ষেত্রে তাহা যেরূপ প্রযোজ্য ছিল, সেইরূপ হইবে; অথবা
(খ) অব্যবহিত পূর্ববর্তী উপ-দফা প্রযোজ্য না হইলে রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ
নির্ণয় করিবেন, সেইরূপ হইবে।
(২) এই অনুচ্ছেদের [(৩ ও
৪) দফায় উল্লিখিত, ]২ এইরূপ কোন পদে
অধিষ্ঠিত বা কর্মরত ব্যক্তির কার্যভারকালে তাঁহার পারিশ্রমিক, বিশেষ অধিকার ও কর্মের
অন্যান্য শর্তের এমন তারতম্য করা যাইবে না, যাহা তাঁহার পক্ষে অসুবিধাজনক হইতে পারে।
তবে শর্ত থাকে যে, এই দফার উদ্দেশ্যসাধনকল্পে এই সংবিধানের নবম
তফসিলে উল্লিখিত পদমর্যাদা ক্রম অনুযায়ী পারিশ্রমিক সংসদের আইনের
দ্বারা নির্ধারিত হইবে।
(৩) [এই দফায় নিম্নে উল্লিখিত ]৩ এইরূপ কোনো পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত
পদ বা মর্যাদায় বহাল হইবেন না কিংবা মুনাফালাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানী, সমিতি
বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনরূপ অংশগ্রহণ করিবেন না,
এই দফার উদ্দেশ্যসাধনকল্পে [নিম্নে উল্লিখিত
এইরূপ ]৪ পদে অধিষ্ঠিত বা কর্মরত রহিয়াছেন, কেবল এই কারণে কোন ব্যক্তি অনুরূপ
লাভজনক পদ বা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় অধিষ্ঠিত বলিয়া গণ্য হইবেন না।
(ক) রাষ্ট্রপতি,
(খ) প্রধানমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী,
(গ) সহযোগী দলের নেতা ও উপনেতা,
(ঘ) স্পীকার ও ডেপুটি স্পীকার,
(ঙ) মন্ত্রী, প্রতিমন্ত্রী,উপদেষ্টা ও উপ-মন্ত্রী,
(চ) সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরগণ,
(ছ) সাংসদ,
(জ) সুপ্রীম কোর্টের বিচারক,
(ঝ) ন্যায়পাল (উপরাষ্ট্রপতি) বা অতিরিক্ত ন্যায়পাল,
(ঞ) বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান বা সদস্য,
(ট) নির্বাচন কমিশনার,
(ঠ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান বা
সদস্য,
(ড) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান
ও সদস্য,
(ঢ) অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল,
(ণ) মহা হিসাব-নিরীক্ষক এবং অতিরিক্ত মহা হিসাব-নিরীক্ষক,
(ত) স্থানীয় সরকারের আঞ্চলিক, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মেম্বার।
(৪) এই দফায়
নিম্নে উল্লিখিত, এইরূপ কোনো পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি বাংলাদেশ
(সরকারি) চাকরি আইনের অধীন হইবে না; এবং নাগরিকতন্ত্রের কর্মে লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত
পদ বলিয়া গণ্য হইবে না,
তবে শর্ত থাকে
যে, এই দফার উদ্দেশ্যসাধনকল্পে এই সংবিধান ও সংসদ আইনের অধীন হইবেন
এবং নিম্নে উল্লিখিত পদসমূহ রাষ্ট্রের কর্মে বিশেষ পদ বলিয়া গণ্য
হইবে।
(ক) বিচার-কর্মবিভাগ (বিচারক),
(খ) বাংলাদেশের সকল পাবলিক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও
প্র-ভিসি,
(গ) বাংলাদেশের সকল পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভিসি
ও প্র-ভিসি,
(ঘ) বাংলাদেশে সকল পাবলিক অনার্স বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্র-ভিসি,
(ঙ) সিনিয়র সচিব্,
(চ) ফিল্ড মার্শাল, জেনারেল ও লেফটেন্যান্ট জেনারেল,
(ছ) অ্যাডমিরাল, ভাইস অ্যাডমিরাল, ও রিয়ার অ্যাডমিরাল,
(জ) এয়ার চিফ মার্শাল, এয়ার মার্শাল,ও এয়ার ভাইস মার্শাল,
(ঝ) আইজিপি ও অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এবং পদমর্যাদাসম্পন্ন,
(ঞ) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক,
(ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর,
(ঠ) তথ্য ও সম্প্রচার মহাপরিচালক ও উপ-মহাপরিচালক,
(৫) এই অনুচ্ছেদের
(৩ ও ৪) দফায় উল্লিখিত পদে অধিষ্ঠিত/নিযুক্ত বা কর্মরত আছেন বা ছিলেন এমন কোনো ব্যক্তি
যথাযথ কতৃপক্ষের অনুমতি ব্যতীত বিদেশ যাত্রা ও বিদেশে অবস্থান করিতে পারিবেন না কিংবা
যথাযথ কতৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো বিদেশী নাগরিকের সাথে যোগাযোগ স্থাপন করিতে পারিবেন
না,
“১। প্রযোজ্য হয়”, “২। প্রযোজ্য হয়”, “৩। এই অনুচ্ছেদ
প্রযোজ্য হয়”, “৪। উপরের প্রথমোল্লিখিত”
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"